জলবায়ু রক্ষায় এবার স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ করছে ফ্রান্স। মূলত কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ফ্রান্স অভ্যন্তরীণ রুটের এসব ফ্লাইট বন্ধ করছে। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফারসি সংবাদমাধ্যম লে মন্ডে।

এয়ার ফ্রান্সের একটি বিমান। ছবি: এপি
এয়ার ফ্রান্সের একটি বিমান। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যে যেখানে ট্রেনে একই যাত্রা আড়াই ঘণ্টার মধ্যে করা যেতে পারে সেসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ করা হবে। এ বিষয়ে ফরাসি আইনপ্রণেতারা দুই বছর আগের একটি বিলে সম্মতি দিয়েছিলেন। এত দিনে এসে বিলটি আইনে পরিণত হলো।

 
বিশ্বের সামনে এখন যেসব হুমকি রয়েছে, জলবায়ু পরিবর্তন সেগুলোর একটি। বিশ্বে এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। এটি মোকাবিলায় বিশ্বজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনও খুব বেশি ফল মেলেনি। এ পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমাতে অভ্যন্তরীণ গন্তব্যে স্বল্প দূরত্বের ফ্লাইট নিষিদ্ধ করল ফ্রান্স।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই নিষেধাজ্ঞার কারণে প্যারিস থেকে ন্যান্টেস, লিও এবং বোর্দোসহ বেশ কয়েকটি শহরের মধ্যে আকাশপথে ভ্রমণ বাতিল হয়ে যাবে। তবে কানেক্টিং ফ্লাইটগুলো প্রভাবিত হবে না।
 
সমালোচকরা সর্বশেষ এই পদক্ষেপকে ‘প্রতীকী নিষেধাজ্ঞা’ হিসাবে আখ্যায়িত করেছেন।
 
ইন্ডাস্ট্রি গ্রুপ এয়ারলাইন্স ফর ইউরোপ (এ৪ই)-এর অন্তর্বর্তী প্রধান লরেন্ট ডনসিল বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘এই ভ্রমণগুলো নিষিদ্ধ করলে কার্বন নিঃসরণের ওপর ন্যূনতম প্রভাব পড়বে’। তার দাবি, এই ধরনের সিদ্ধান্তে পরিবর্তে সরকারগুলোর উচিত সমস্যাটির ‘বাস্তব এবং তাৎপর্যপূর্ণ সমাধানকে’ এগিয়ে নেওয়া।

Post a Comment